ঝিনাইদহের ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৭ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মোট ২৭ টি মনোনয়ন পত্র জমা পড়ে।
এমনটিই নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার মো: আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য মতে,
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে
বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন অ্যাটর্নি জেনালের মো: আসাদুজ্জামান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন জমা দিয়েছেন আবু সালেহ মো: মতিউর রহমান, এবি পার্টি থেকে মো: মতিয়ার রহমান,জাতীয় পার্টি থেকে মনিকা আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে মো: শহিদুল এনাম পল্লব মিয়া,
বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মো: আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো: আলম বিশ্বাস।
ঝিনাইদহ – ২( সদর-হরিণাকুন্ডু) আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ আব্দুল মজিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন জমা দিয়েছেন আলী আজম মো: আবু বকর,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল -বাসদ থেকে মো: আসসাদুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে
এইচ এম মমতাজুর রহমান,জাতীয় পার্টি থেকে সওগাতুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মো: আবু তোয়াব।
ঝিনাইদহ- ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) থেকে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মো: মেহেদী হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন জমা দিয়েছেন মো: মতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও: সরোয়ার হোসেন, গনঅধিকার পরিষদের প্রার্থী মো: সুমন কবির এবং এবি পার্টির প্রার্থী মুজাহিদুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ- সদরের আংশিক) বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন রাশেদ খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো: আবু তালেব,স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মো: সাইফুল ইসলাম ফিরোজ, জাতীয় পার্টি থেকে এমদাদুল হক বাচ্চু,স্বতন্ত্র প্রার্থী মো: ওবাইদুল হক রাসেল, গণফোরাম থেকে খনিয়া খানম, স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মীর আমিনুল ইসলাম।

























