পাবনায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন একাধিক নেতা-কর্মী
দলীয় আদর্শ ও সাংগঠনিক বাস্তবতা থেকে সরে এসে আওয়ামী লীগ ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন স্থানীয় পর্যায়ের একাধিক নেতা-কর্মী। সম্প্রতি আজ সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়ার আয়োজন করে বি, এল, বাড়ি ইউনিয়ন বিএনপি শাখা। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুদ দাইয়ান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি-নগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বি, এল, বাড়ি, ইউনিয়ন বিএনপি, শাখার , আহবায়ক, মো: সাইদুল ম্যানেজার । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মোঃ ইদ্রিস আলী মাস্টার।অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
নবাগতদের মধ্যে রয়েছেন ১. মো. আব্দুল মমিন প্রামাণিক সভাপতি, কৃষক লীগ বি,এল বাড়ি ইউনিয়ন। ২.মো.শাহ আলম সাধারণ সম্পাদক কৃষক লীগ,৪ নং ওয়ার্ড,বি,এল, বাড়ি ইউনিয়ন। ৩. মো. মতিউর দপ্তর সম্পাদক, আওয়ামীলী বি,এল, বাড়ি ইউনিয়ন । ৪. মো. হেলাল উদ্দিন সিনিয়র সহ-সভাপতি আওয়ামীলীগ,বি, এল, বাড়ি ইউনিয়ন। ৫. মো. মনিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আওয়ামীলীগ,৬নং বি, এল , বাড়ি ইউনিয়ন। ৬. মো. শরীফুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ,৫ নং বি, এল বাড়ি ইউনিয়ন। ৭.মো. আব্দুল মমিন সভাপতি, যুবলীগ ৬ নং ওয়ার্ড বি, এল, বাড়ি, ইউনিয়ন।৮. সাইদুল মোল্লা সদস্য, আওয়ামীলীগ ৫ নং, ওয়ার্ড , বি, এল, বাড়ি ইউনিয়ন পরিষদ। ৯.মো. রফিকুল ইসলাম সদস্য, স্বেচ্ছাসেবক লীগ,৪ নং ওয়ার্ড, বি, এল, বাড়ি ইউনিয়ন পরিষদ।১০. মোঃ রাজা সরদার সদস্য, আওয়ামীলীগ বি, এল, বাড়ি ইউনিয়ন শাখা। । ১১. মো. হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, কৃষক লীগ ,বি,এল বাড়ি , ইউনিয়ন পরিষদ। ১২. মো. মোর্শেদ সরকার সদস্য, যুবলীগ বি, এল বাড়ি ইউনিয়ন শাখা । হারুনুর রশিদ , সদস্য, আওয়ামীলীগ বি, এল, বাড়ি ইউনিয়ন পরিষদ শাখা সহ আরও অনেকে।
যোগদান অনুষ্ঠানে জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান বলেন, বর্তমান গণতন্ত্রহীনতা ও জনগণের অধিকার হরণের প্রতিবাদে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। এতে প্রমাণিত হয় যে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক হিসেবে পুনরায় শক্তিশালী হয়ে উঠছে। নবযোগদানকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে দলটি ব্যর্থ হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে বিএনপির নেতারা নবাগতদের বরণ করে নেন এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
























