সোনারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
সভায় ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, গণভোট একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত প্রকাশের সুযোগ পান। তাই গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে প্রতিটি ভোটারের স্পষ্ট ধারণা থাকা জরুরি।
সভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























