হাজীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম সুমন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রবিউল হোসেন–এর দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার–এর সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন। তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মোঃ মনির হোসেন মুন্নাসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাস্তার ওপর থেকে সুমন (৩৪) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত ইব্রাহিমের পুত্র ও ফিরোজা বেগমের সন্তান। তার বাড়ি মকিমাবাদ (কাসারি বাড়ী), ০৪ নং ওয়ার্ড, হাজীগঞ্জ পৌরসভা, থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর।
গ্রেফতারের পর ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরবর্তীতে এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারের প্রেক্ষিতে হাজীগঞ্জ থানার মামলা নং–১০, তারিখ ১৬/০১/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামি সুমন (৩৪) কে আজ ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

























