Friday , 3 May 2024
শিরোনাম

টুইটার কেনার চুক্তি আপাতত স্থগিত, জানালেন মাস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেয়ার চুক্তি আপাতত স্থগিত ঘোষণা করেছেন ধনকুবের এলন মাস্ক। চার হাজার চারশ’ কোটি ডলার ব্যয়ে টুইটার কেনার এ চুক্তি হওয়ার কথা ছিল।

তিনি বলেন, এ মাইক্রোব্লগিং সাইটের স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সর্বশেষ তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য অপেক্ষা করতে হবে।

টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক শুক্রবার এক টুইটে লিখেছেন, ‘টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’ এ প্রেক্ষাপটে বার্তাসংস্থা রয়টার্স জানায়, এ বিষয়ে টুইটারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি তারা। তবে শেয়ার বাজারে টুইটারের দাম পড়ে গেছে ২০ শতাংশ।

চলতি মাসের শুরুতেই টুইটার জানিয়েছিল, এ বছরের প্রথম তিন মাসে তাদের প্ল্যাটফর্মে আর্থিক মূল্যায়নের উপযোগী প্রতিদিনকার নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম।

টুইটার জানায়, মাস্কের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠান হিসেবেও তারা বেশ কিছু ঝুঁকির মুখে আছে। প্রশ্ন ছিল, বিজ্ঞাপনদাতারা টুইটারে পয়সা খরচ করা অব্যাহত রাখবেন কি না।

একইসঙ্গ মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেয়ার শুরু থেকেই ‘স্প্যাম বট’ মুছে দিয়ে প্ল্যাটফর্মের সেবা আরও উন্নত করার কথা বলে আসছেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x