ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের আসরের নিলাম হয়ে গেলেও চূড়ান্ত সূচি নিয়ে ছিল ধোয়াশা। বৃহস্পতিবার এলো সেই আকাঙ্ক্ষিত ঘোষণা। আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।
গত ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হয়ে যায় এর মেগা নিলাম। সেখান থেকে ১০টি দল বাছাই করে নেয় তাদের খেলোয়াড়।
ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, হোস্ট ব্রডকাস্টার স্টার বিসিসিআইকে শনিবার টুর্নামেন্ট শুরুর অনুরোধ করেছিল। তাতে সায় দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে প্রতিযোগিতা শুরুর দিন জানানো হয়।
প্রায় দুই মাস ধরে চলবে এবারের আসর। নতুন দুটি দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স। জানা গেছে, আসন্ন আইপিএলের ৫৫ ম্যাচ খেলা হবে মুম্বাইয়ের তিন ভেন্যুতে, আর ১৫ ম্যাচের আয়োজক হবে পুনের একটি ভেন্যু।