হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় ১-০ গোলের ব্যবধানে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকালে উপজেলা সদরের খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ ও জানিপুর ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যেকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথম আর্ধে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশের খেলোয়ারেরা একমাত্র জয় সূচক গোলটি করে।
উপজেলা পর্যায়ের অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলাটির উদ্বোধন ও পুরস্কারের ট্রফি চাম্পিয়ন এবং রানার আপদের হাতে তুলে দেন কুষ্টিয়ায় জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
ফুটবল টুর্নামেন্টের ফাইনালেন উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান. উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আইন উদ্দিন প্রমুখ।
উত্তেজনা পূর্ন খেলাটি পরিচালনা করেন জেলা রেফারী ও এ্যাম্পায়ার এসোসিয়েশনের সদস্য রেজাউল করিম ও তার সহযোগী দুই পরিচালক।
উপজেলা প্রশাসন আয়োজিত এ মৌসূমে অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খোকসা পৌরসভা একাদশ এবং ৯টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে।