মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নে তিনটি পাহাড়ি পাড়ার জুমচাষের নবায়নযোগ্য বনাঞ্চল পুড়িয়ে দেওয়া ও পাড়াবাসাীর খাদ্য সংকট নিয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও কল্যান সংগঠনের তদন্ত দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯ মে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘ(বি.এন.পি.এস) এর সার্বিক সহায়তায় এবং অনন্যা কল্যান সংগঠন (এ.কে.এস) এর আয়োজনে জেলা সদরের কাপ অফ জয় রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা কল্যান সংগঠনের নির্বাহী পরিচালক মিস ডায়না প্রু,প্রোগ্রাম ম্যানেজার আমাদের জীবন,আমাদের খাদ্য,আমাদের ভবিষ্যৎ(OLHF) সঞ্জয় মজুমদার, দীনেন্দ্র ত্রিপুরা,কর্মসূচি পরিচালক,অনন্যা কল্যান সংগঠন,যোহন ত্রিপুরা,হেডম্যান,লাংকম জয়চন্দ্র,কারবারি সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন লামা উপজেলার,সরই ইউনিয়নের ডলুঝিরিতে ম্রো এবং ত্রিপুরা জনগোষ্ঠীর ৩০০ থেকে ৩৫০ একর জুমচাষের জমি ও প্রাকৃতিক বন পুড়ে ছাই হয়েছে। তারা অভিযোগ করেন গত ২৬ শে এপ্রিল কেটে ফেলা বনাঞ্চল লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুড়িয়ে দিয়েছে এবং বনাঞ্চলে আগু দেয়ার কারনে স্থানীয় বসবাসকারী ম্রো ও ত্রিপুরাদের ফলজ বাগান,বাশ ঝাড়,ধানের ক্ষেত ও জুমের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
সংকটে পরে অনেক পাড়াবাসী খাদ্য সংকটের সম্মুখীন হয় যা বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়েছে।
গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ৭ই মে লামা উপজেলা প্রশাসন,সামাজিক ও নাগরিক দায়িত্বশীল ব্যাক্তিগন খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন।বক্তারা বলেন এভাবে খাদ্য সহায়তা নিয়ে আমরা চলতে চাই না আমরা এর সুষ্ঠু বিচার কামনা করছি। সংবাদ সম্মেলনে সার্বিক পর্যবেক্ষণে তদন্ত দল সমস্যা নিষ্পত্তির লক্ষে বেশ কিছু জরুরি বিষয় তুলে ধরেন যা সমাধানে সকলের সহায়তা কামনা করা হয়।সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত জুমচাষীদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেয়া হয়।