Saturday , 18 May 2024
শিরোনাম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও ডাক বিভাগের মহাপরিচালকের সাথে ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: সারাদেশের ডিজিটাল ডাক কেন্দ্রের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার এর সাথে বাংলাদেশ ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বিশেষ মিটিং অনুষ্টিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের পিএস সাহেব ও উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সভাপতি দ্বিপায়ন সুশীল, সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক বলরাম বনিক, ঢাকা বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, চট্টগ্রাম বিভাগের সভাপতি রাকিব উদ্দিন, নোয়াখালী বিভাগের সভাপতি ফজলুল আজম ফুয়াদ, যশোর বিভাগীয় সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রধান ডাকঘরের লেটার রাইটার শফিকুল ইসলাম শাকিল, লিটন সূত্রধর, ফয়সাল হোসেন, কৃপেশ দেবনাথ প্রমুখ।

মন্ত্রী মহোদয় ডিজিটাল ডাক কেন্দ্রের সার্বিক সমস্যার সমাধান ও নতুন সেবা যুক্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরে ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরাম নেতৃবৃন্দ ডাক বিভাগের মহাপরিচালক মহোদয়ের সাথে ডিজিটাল ডাক কেন্দ্রের সার্বিক সমস্যার সমাধান ও নতুন নতুন সেবা সৃষ্টির বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস্) জনাব এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল জনাব কবির আহমদ এবং ঢাকা জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার জনাব খন্দকার শাহানুর সাব্বির প্রমুখ।
উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল ও সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে সম্মানিত স্যারগণ কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Check Also

তিন দশকের মধ্যে গড় আয়ু বাড়বে পাঁচ বছর

নতুন এক গবেষণায় বলা হয়েছে, তিন দশকের মধ্যে মানুষের গড় আয়ু বাড়বে। তবে পাশাপাশি মোটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x