Friday , 3 May 2024
শিরোনাম

প্রতিদিন গড়ে ৬ হাজারের মতো বাংলাদেশিদের ভিসা দিচ্ছে সৌদি

সৌদি আরব একদিনে ১২ হাজারের বেশি বাংলাদেশির ভিসা ইস্যু করেছে বলে জানিয়েছে ঢাকাস্থ দেশটির দূতাবাস। এটি একটি রেকর্ড।

বুধবার (২ মার্চ) সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ঢাকাস্থ সৌদি দূতাবাস গত সপ্তাহে মোট ৩৮ হাজার ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যু করেছে দেশটির দূতাবাস। ওই দিন ইস্যুকৃত ভিসার সংখ্যা ছিল ১২ হাজার ৩০০টি। এটি একটি রেকর্ড। প্রতিদিন আমরা গড়ে ছয় হাজারের মতো করে ভিসা প্রদান করছি।

গত ৫ বছরে সৌদি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ১৪ লাখ ভিসা ইস্যু করেছে বলেও জানান রাষ্ট্রদূত দাহিলান।

রাষ্ট্রদূত বলেন, করোনার কারণে ভিসা ইস্যুর পরিমাণ কমে যায়। এখন আবার ভিসা ইস্যুর পরিমাণ বেড়েছে। আমরা এখন দক্ষ শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছি।

করোনা পরিস্থিতি বিবেচনায় সৌদি সরকার এখনো হজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান রাষ্ট্রদূত।

এদিকে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, করোনাকালে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরব গেছেন। গত বছর দেশটিতে গেছে ১ লাখ ৪৪ হাজার ৩৯৪ জন কর্মী। এর আগের বছর ২০২০ সালে দেশটিতে যান ১ লাখ ৬১ হাজার ৭২৬ কর্মী। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৫৫ হাজার ৭০৮ জন কর্মী গিয়েছেন। বর্তমানে দেশটিতে প্রায় ২৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।

Check Also

আসন্ন কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা।

রিপোর্ট গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সফিকুল খান এবার উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন , ভাইস চেয়ারম্যান পদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x