মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: একমাত্র বর্তমান সরকার ছাড়া অতীতে এত দূর্গম পাহাড়ী এলাকায় আর কোন সরকার আসেনি। এজন্য পার্বত্যাঞ্চলে শেখ হাসিনার কোন বিকল্প নাই। আর তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ২৭মে শুক্রবার থানচির দূর্গম তিন্দু ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫শ ৭৬জন পরিবারের মাঝে সোলার প্যানেল, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ভিজিডি উপকারীভোগী মহিলাদের পুষ্টি চাল এবং রেমাক্রীর উসামং পাড়া ও প্রুসাঅং পাড়া বাসীদের জন্য জেনারেটর ও ঘরের আসবাবপত্র বিতরণকালে এ কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরো বলেন, বান্দরবানের পাহাড়ী দূর্গম এলাকার যেসব মানুষ কখনো বিদ্যুতের আলো দেখেনি, সেসব এলাকার প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ে সরকার কাজ করছে। বর্তমান সরকারের আন্তরিকতায় আজ এসব এলাকার মানুষও সোলারের মাধ্যমে বিদ্যুতের আলোর মুখ দেখবে।এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের ২কোটি ৭৫লক্ষ টাকা ব্যয়ে থানচি বাসস্টেশন, হিন্দু মন্দির ও নাইদারী পাড়ার রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় বলিবাজার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল খন্দকার শরীফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (বাস্তবায়ণ ও অর্থ) মোঃ হারুন উর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ্র, থানচি থানার ওসি সুদ্বীপ রায়,২নং তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা’সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ স্থানীয় নেতাকর্মীরা ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।