মোঃ আলমগীর হোসেন, (খাগড়াছড়ি): ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গা উপজেলা মাহিন্দ্রা শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুন) উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মো. আমির হোসেন চেয়ার মার্কা নিয়ে ৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সাথে আনারস মার্কা নিয়ে ৯৩ ভোট পেয়ে জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে হরিণ মার্কায় ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল আমিন হাওলাদার, কোষাধ্যক্ষ পদে সিএনজি মার্কায় ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহারিয়ার, সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৪ জন। এর মধ্যে ৭২ ভোট পেয়ে ইমাম হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন, অনিল ত্রিপুরা ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিজাম উদ্দিন ৬৯ পেয়ে নির্বাচিত হয়েছেন এবং রমজান আলী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্যাহ খান। মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক মো. মাহমুদুল হাসান এর নেতৃত্বে নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পুলিশের একটি টিম।