লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মিরদাদ হোসেন
চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের (৫ম পর্যায়) আওতায় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে বারটার দিকে পটিয়ার তথ্য অফিসের উদ্যোগে লোহাগাড়া উপজেলা হলরুমে পটিয়া সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্ল্যাহ ।
এসময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও লোহাগাড়া প্রেসক্লাব উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, ডা. ইশতিয়াক আহমেদ, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার ও লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও কর্মশালায় স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় বক্তারা নারী-শিশু অধিকার, স্বাস্থ্য সুরক্ষা, গর্ভবতী মায়ের পরিচর্যা, শিশুর গতিবিধি পর্যবেক্ষণ, অটিজমের ভয়াবহতা, স্মার্ট ফোনের অপব্যবহার, শিশুদের স্মার্ট ফোনের আসক্তি, মাদক, নারীর ক্ষমতায়ন, কিশোর গ্যাং, ইভটিজিং ও ধুমপানসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।