Monday , 6 May 2024
শিরোনাম

চট্রগ্রামের সাতকানিয়ায় হাইওয়ে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ হোছাইন:চট্টগ্রামের সাতকানিয়ায় হাইওয়ে সড়কে অবৈধভাবে চলাচল করা থ্রি হুইলার যানবাহনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।আজ(৮ জুন) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলাধীন কেরানীহাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রসাশনসুত্রে জানযায়, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হাইওয়েতে থ্রি হুইলার যানবাহন নিষিদ্ধ সংক্রান্ত বিষয়ে বাস্তবায়নস্বরূপ সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক আজ বুধবার উপজেলার কেরাণীহাট বাজার এলাকায় ৭টি মামলায় ৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা। সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন,প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x