প্রথমবারের মতো রাশিয়া ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সড়ক ব্রিজ চালু করা হয়েছে। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে এই সড়ক ব্রিজ চালু রাশিয়ার এশিয়াকে গুরুত্ব দেওয়ার বিষয়টিকেই ইঙ্গিত দিচ্ছে। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমুর নদীর ওপর নির্মিত কিলোমিটারব্যাপী দীর্ঘ এই ব্রিজ উত্তর চীনের হেইহের সঙ্গে সুদূর পূর্ব রাশিয়ান শহর ব্লাগোভেশচেনস্কের মধ্যে সংযোগ স্থাপন করবে।
ব্রিজটির নির্মাণ কাজ দুই বছর আগে শেষ হলেও করোনা মহামারির কারণে এর উদ্বোধন স্থগিত ছিল।
শুক্রবার ব্লাগোভেশচেনস্কে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির মাধ্যমে প্রথম কয়েকটি ট্রাক ব্রিজটি পার হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই লেনের ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯ বিলিয়ন রুবেল।
স্নায়ু যুদ্ধের সময় তিক্ত সম্পর্ক থাকলেও মস্কো এবং বেইজিং বিগত বছরগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করেছে। কারণ উভয় দেশই যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারকারী দেশ হিসেবে মনে করে এইক্ষেত্রে একটি ভারসাম্য আনার ইচ্ছা পোষণ করে।