Friday , 3 May 2024
শিরোনাম

রাউজানে মাওলানা ছৈয়দুল হক প্রকাশ সূফী সাহেব হুজুরের চন্দ্র বার্ষিকী ওরশ অনুষ্টিত

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় পশ্চিম গুজরা ইউনিয়নে প্রখ্যাত অলিয়ে কামেল, আশিক্বে রাসূল,ওস্তাদুল ওলামা হযরত শাহসূফী হাকীম ক্বারী মাওলানা ছৈয়দুল হক প্রকাশ সূফী সাহেব হুজুরের চন্দ্র বার্ষিকী ওরশ দরবারে ছৈয়দিয়া মাজার প্রাঙ্গনে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।গত সোমবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন,খতমে গাউছিয়া,নাতে রাসূল, মিলাদ মাহফিল, কিয়াম, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ মাছুমিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন নূরী। বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ ফোরকান। মাওলানা ইব্রাহীম আত তাহেরীর সঞ্চালনায় অতিথি ছিলেন শাহজাদা আলহাজ্ব আহমুদুল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন, শিক্ষানুরাগী মোহাম্মদ নাছির উদ্দীন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহজাদা মুনিরুল হক মুবিন, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আলম ছিদ্দিকী, সমাজসেবক মোহাম্মদ আজগর, ইতিহাস৭১টিভি প্রতিনিধি এস এম নুরুল আলম খোকন, মোঃ সেলিম, সেকান্দর হোসাইন। চন্দ্র বার্ষিক উরশে দুর দুরান্ত থেকে শত শত আশেক ভক্তদের সমাগম হয়। উরশ উপলক্ষে মাজার, মাদ্রাসা মসজিদসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়।মিয়াদ কিয়াম শেষে তাবরুক বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ২৫ মাঘ মহাসমারোহে হুজুর কেবলা (রহ.) ওরছে পাক ও তাঁর প্রতিষ্ঠিত মাদরাসার সালানা জলসা অনুষ্ঠিত হয়ে থাকে।

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x