Friday , 3 May 2024
শিরোনাম

কালিগঞ্জে স্যাটেলাইট ক্যামেরা বসানো কচ্ছপ উদ্ধার

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

জেলের জালে স্যাটেলাইট ক্যামেরা বসানো একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তিন নদীর মোহনায় মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার ক্যামেরা বসানো বিরল প্রজাতির একটি কচ্ছপ।

শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সীমান্তবর্তী কালিন্দী-ইছামতি ও কাঁকশিয়ালী নদীর মোহনায় মাছ ধরার সময় আব্দুল আজিজ নামে এক জেলের জালে আটকে পড়ে ওই কচ্ছপটি। কচ্ছপটির পিঠে স্যাটেলাইট বসানোর পাশে ফোন নাম্বারে কল দিলে তারা বন বিভাগের কর্মকর্তা বলে নিশ্চিত করেন।

এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার (এসও) নুরুল আলম জানান, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্যাটেলাইট ট্রান্সমিটার ও ক্যামেরা বসানো বিরল প্রজাতির বাটাগুরবাসকা কচ্ছপ উদ্ধার করে নিয়ে আসেন বন বিভাগের কর্মকর্তারা। পরে কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x