এস এম রুবেল,বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি:
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ”আমার টাকায় আমার সেতু’ বাংলাদেশের পদ্মা সেতু”এই ¯েøাগানের প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিনটি উপলক্ষে শনিবার প্রথমে বোয়ালামরী থানার আয়োজনে সকাল সাড়ে নয়টায় একটা র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের নাট মন্দির, ওয়াবদা মোড় হয়ে চৌরাস্তা বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ, রেল স্টেশন রোডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। এ সময় বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ , উপপরিদর্শক মো. আক্কাস আলী শেখ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী , প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা বেলা সাড়ে দশটায় একটি র্যালী বের করেন। র্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ , উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করে, তিনি সর্ব প্রথম মাওয়া টোল প্লাজা থেকে টিকিট কেটে গাড়িতে পাড় হয়ে পদ্মা সেতু উদ্বোধন করেন।