Thursday , 2 May 2024
শিরোনাম

রাজাপুরে প্রতিবন্ধীর ভূমিহীন জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবীন মাহমুদ

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মৃত সৈজদ্দিন হাওলাদারের ছেলে শারীরকি ও দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভূমিহীন বন্দোবস্ত ৫১ শতাংশ জমি দখলের চেষ্টা ও জমি পরিবর্তনের সময় ১ শতাংশ বেশি লিখে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারপক্ষে তার চাচা মন্নান হাওলাদার লিখিত অভিযোগে জানান, একই এলাকার মৃত মোঃ আর্শেদ আলী মুন্সীর ছেলে মোঃ শাহ আলম ও শাহ আলমরে ছেলে পুলিশ সদস্য মোঃ নুর আলম মুন্সী গৃহ নির্মানের সুবিধার্থে আঃ রাজ্জারের কাছ থেকে ১২ শতাংশ জমি দলির মূলে পরিবর্তন করে নেয়। কিন্তু রাজ্জাক ১২ শতাংশ দিলেও তারা কৌশলে ১৩ শতাংশ লিখে নেয়। বিষয়টি পরে জানা জানি হলে ওই ১ শতাংশ জমির বাজার মূল্য ১ লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রæতি দিলেও টাকা চাইতে গেলে তা না দিয়ে নানা তালবাহানার আশ্রয় নেয় এবং পুলিশ সদস্য নুর আলম মুন্সী কয়েকদিন পর পর বাড়িতে এসে উল্টো খুন জখম ও মামলায় জড়ানোর হুমকি দেয়। এমন কি পরিবর্তনকৃত ১৩ শতাংশ জমির পাশের রাজ্জাকের দখলীয় ভূমিহীন বন্দোবস্ত পাওয়া ৫১ শতাংশ বাগান বাড়ি গাছপালাসহ জোর করে দখলে চেষ্টা চালাচ্ছে। বর্তমানে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন প্রতিবন্ধী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। এমতাবস্থায় পুলিশ ও প্রশাসনরে আসুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কনেস্টবল মোঃ নুর আলম মুন্সী বলেন, তাদের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ওই জমির দলিল এবং বিএস রেকর্ডও আমাদের নামে। তিনি নিজেই ওই জমি দিয়ে উল্টো হয়রানি করছেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x