পারমিট (অনুমতি) ছাড়া হজ্ব আদায়ের চেষ্টা করলেই ২ হাজার ৬৬৫ মার্কিন ডলার (১০ হাজার সৌদি রিয়েল) জরিমানা করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
সৌদি প্রেস সংস্থা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল শুয়াইরেখ বলেন, শহরের সকল রাস্তা, শহরের ভেতরে এবং হজ্ব আনুষাঙ্গিক সকল স্থানে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। যাতে সবাই নিয়ম কানুন মেনে চলে।
তিনি আরও বলেন, নিরাপত্তা বিভাগ হজ্বের বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি করা ১৯ জন লোককে গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিত। তারা কুরবানির পশু এবং পরিবহন ব্যবস্থার বিজ্ঞাপন দিয়ে আসছিল।
হজ্ব ইসলামের ৫ টি স্তম্বের মধ্যে একটি। সকল সামর্থবান মুসলিমের জন্য জীবনে একবার হজ্ব করা ফরজ। এবছর মোট ১০ লাখ লোককে হজ্ব পালন করার অনুমতি দিয়েছে সৌদি আরব।
হজ্বে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু কুরবানি করে তা আত্নীয় স্বজন এবং গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন।