নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অনার্স ২০১৮/০১ শিক্ষার্থীদের ফেয়ার ওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিভাগের শিক্ষার্থী ফাতেমা খাতুন, পবিত্র গীতা থেকে পাঠ কররন প্রিথি বিশ্বাস। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের দুই শিক্ষার্থী তিথি বিশ্বাস ও হাসান প্রামানিক।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এমদাদ উল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। প্রধান অতিথি এসময় সুষ্ঠভাবে স্নাতক শেষ করার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে স্নাতকোত্তর শেষ করে মানুৃৃষের মত মানুষ হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো অর্ডিনেটর শারমিন বানু। এসময় উপস্থিত ছিলেন বিভাগের ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক তাসলিমা খানম ও সনিয়া আফ্রিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ ও
উশ্মিতা ইসলাম।