সড়ক মেরামতের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ও সাভারে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে বসে আছে কয়েকশো পরিবহন। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সোমবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঢুলিভিটা থেকে নয়ারহাট পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, নয়ারহাট এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ চলায় সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে কয়েকশো গাড়ি স্থবির হয়ে বসে আছে। অনেকেই গাড়ির স্টার্ট বন্ধ করে বসে আছেন। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একারণে অনেকেই হেঁটেই গন্তব্যস্থলে রওনা হয়েছেন।
ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের চালক বাবুল হোসেন বলেন, ঢুলিভিটা থেকে যানজটে পড়েছি। গত দুই ঘণ্টায় ১০০ গজও পার হতে পারিনি।
ডি-লিংক পরিবহনের চালকের সহকারী ইসমাইল বলেন, একেতো গরম। তার ওপর সড়কে তীব্র যানজট। যে যাত্রী উঠেছিল সবাই নেমে গেছে।
সেলফি পরিবহন থেকে নেমে হেঁটেই ইসলামপুর থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, ১টার সময় হেমায়েতপুরে অফিস যাওয়ার কথা। যানজটের কারণে ইসলামপুরেই প্রায় এক ঘণ্টা বসে ছিলাম। আর সহ্য হয়নি। তাই হেঁটেই চলে যাচ্ছি।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, সড়ক সংস্কারের কাজের জন্য গত দেড় দুই ঘণ্টা ধরে কিছুটা যানজট হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। এটি কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।