আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ৪ জুলাই যুব দক্ষতা উন্নয়নে সরকারি সেবা প্রদানকারি কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। সভায় যুব উন্নয়ন কর্মকর্তা, সহ-যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তাসহ আব্দুর রহিম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিনসহ বিভিন্ন বিভাগের ৩৫ জন সেবাপ্রদানকারি অংশ নেন।
এছাড়াও এতে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা তাদের বক্তব্যে নিজ নিজ বিভাগের সেবা কার্যক্রম তুলে ধরেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে সরকারি কার্যক্রমকে যথাযথ ও সর্বোচ্চভাবে বাস্তবায়ন করে তাদের সেবা নিশ্চিত করার আহবান জানান। সভা সঞ্চালনা করেন ইএসডিও’র সমন্বয়কারি শরিফুল ইসলাম।