সোমবার, ০৪,জুলাই,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ সেমিনারের ৩৩৪তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটিস রাইটস চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইন্টারন্যাশনাল রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আক্তার,ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ফ্যাকাল্টি কাজী ফারজানা ইয়াসমিন
ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এস এম তানভীর আহমেদ।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম ও শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও গবেষক আবু সালেক খান এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন।
প্রশান্ত কুমার সরকার বলেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য অংশ।
আব্দুস সাত্তার দুলাল বলেন, বাংলাদেশে কার্যকরী অর্থে সিভিল সোসাইটি এখন পর্যন্ত গড়ে উঠতে পারেনি যা হতাশাজনক।
গবেষক আবু সালেক খান বলেন,শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার – এই শ্রেষ্ঠত্ব তাঁর জ্ঞানে,এই শ্রেষ্ঠত্ব তাঁর আচরণে, এই শ্রেষ্ঠত্ব তাঁর বচনে, এই শ্রেষ্ঠত্ব তাঁর সৃজনশীল ক্ষমতায় এবং এই শ্রেষ্ঠত্ব তাঁর স্নেহময় বৃক্ষছায়ার শীতলতায়।
কাজী ফারজানা ইয়াসমিন বলেন, শিক্ষাদান ব্যবস্থা কখনো বাণিজ্যমুখী হতে পারেনা। শিক্ষাখাতকে অবশ্যই সেবামূলক মনোবৃত্তি নিয়ে পরিচালিত করতে হবে।
সেমিনারটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন, মুশফিক কাজল, ঢাকা থেকে লিও তিথি,নোয়াখালী থেকে আমেনা নিতু, সিরাজগঞ্জ থেকে বীমা প্রতিনিধি হ্যাপি, রাজশাহী থেকে ডা.মনোয়ার, সোনালী ব্যাংক কর্মকর্তা ই এ রুমা প্রমুখ।