আব্দুল জব্বার পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরায় পিকআপের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার উপজেলার নাগডেমরার ছোট পাথাইহাট গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, তিনজন মোটরসাইকেল আরোহী পাবনার বাগচীপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহত দুজনকে সিরাজগঞ্জে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।
ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান নিহতদের মারদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। খোঁজখবর করে নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান তিনি