ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (রবিবার) ‘২০০ কোটি’ কোভিড-১৯ টিকার ডোজ প্রদানের মাইলফলক অতিক্রম করায় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।
আজ দুপুর ১টা পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সারা দেশে মোট ২,৬৩,২৬,১১১ টি সেশনের মাধ্যমে ২,০০,০০,১৫,৬৩১টি ডোজ প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশ এপর্যন্ত ন্যূনতম একটি ডোজ পেয়েছে এবং ৯০ শতাংশ সম্পূর্ণরূপে ডোজ সম্পন্ন করেছে।
এই ‘অসাধারণ’ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের টিকাদান অভিযানকে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন, তাদের জন্য তিনি গর্বিত।
তিনি আজ এক টুইট বার্তায় বলেন, আবার ইতিহাস গড়ল ভারত! ২০০ কোটি টিকা প্রদানের বিশেষ সংখ্যা অতিক্রম করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন। ভারতের টিকাদান অভিযানকে ব্যাপকতা ও গতিতে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন তাদের জন্য আমরা গর্বিত। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে শক্তিশালী করেছে।
এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, ভারতে গত ২৪ ঘণ্টা (আজ সকাল ৮টা পর্যন্ত) ২০,৫২৮ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৪,৩৭,৫০,৫৯৯। এর মধ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩,৪৪৯ জন।
৪৯ জন নতুন মৃত্যুর সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৫,৭০৯-এ পৌঁছেছে। বার্তমানে আক্রান্তের হার ০.৩৩ শতাংশে দাঁড়িয়েছে আর সুস্থ হওয়ার হার বর্তমানে ৯৮.৪৭ শতাংশ।বাসস