ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)২০২৩ থেকে ২০২৭ সাল সার্কেলের ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) খসড়া অনুযায়ী এ সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি আসরে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এর মধ্যে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এফটিপিতে টাইগাররা খেলবে ৬টি সিরিজ। ঘরের মাঠে তিনটি, বিদেশের মাটিতে তিনটি।
ঘরের মাঠে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে।আর বিদেশের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০২৫ থেকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপেও টাইগাররা ৬টি সিরিজ খেলবে। সেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে আথিয়েতা দিবে বাংলাদেশ।
আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফর করবে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া দল সফর করবে বাংলাদেশ। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড। ৪২টি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এরপরই আছে ভারত। তারা খেলবে ৩৮টি।