মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
সদ্য ঘোষিত রাঙ্গুনিয়া উপজেলা পারুয়া ইউনিয়ন তাঁতীলীগের নতুন আংশিক কমিটি থেকে সঠিক মূল্যায়ন না করার অভিযোগ তুলে দুই নেতা লিখিতভাবে পদত্যাগ ঘোষণা করেছেন। তারা হলেন সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী।
উল্লেখ্য গত ২৮জুন জাঁকজমকভাবেই সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে পারুয়া ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন দুজনই সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। গতকাল(১৩জুলাই) উপজেলা তাঁতীলীগ ৫জন বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করলে এই দুই প্রার্থী যথাযথ পদ না পেয়ে কমিটির বিরোধিতা করে।
তাঁরা অভিযোগ করে বলেন- উপজেলা তাঁতীলীগ নতুন এই আংশিক কমিটিতে আমাদেরকে সঠিক মূল্যায়নের করা হয়নি। বিএনপি থেকে সদ্য আ.লীগে যোগদান করেই পদ পেয়েছেন এই কমিটিতে। আর আমরা দীর্ঘদিন ধরে আ.লীগের সাথে সম্পৃক্ত থেকেও আমাদেরকে সঠিক মূল্যায়ন করেনি তাই আমরা লিখিত ভাবে পদত্যাগ ঘোষণা করছি। একি সাথে সঠিক মূল্যায়নের মাধ্যমে পুনরায় নতুন কমিটি ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি।