জিহাদ আহমেদ ,জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার পূর্ব প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা এই সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানসহ ওই সভায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে সংশ্লিষ্ঠরা জানান,মুজিবশত বর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারা বলছেন, তিন ধাপে এই উপজেলায় মোট ২১২জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মান করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা আরো বলেন এই উপজেলা ১ম পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ১৪২ টি, ২য় পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ৫০টি ৩য় পর্যায়ে ২০২১-২২ অর্থ বছরে ২০ টি মোট ২১২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মান করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন পরবর্তীতে কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন কারনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খোঁজে পেলে গৃহহীন ও ভূমিহীন আবেদনের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের আওতায় এনে তাদেরও জমিসহ ঘর নির্মান করে দেওয়া হবে বলেও জানান।