নিজস্ব প্রতিনিধি।। মাগুরা জেলার সদর উপজেলায় বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) এর “পাট আঁশ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০-০৭-২০২২ ইং তারিখ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-০১ আসন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুফি মো: রফিকুজ্জামান, উপ-পরিচালক, ডিএই, মাগুরা।
মো: আবু নাসির বাবলু, উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, মাগুরা।
ড.মো: মজিবর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(চ.দা.), পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাসহ মসলা গবেষণার বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নার্গীস আক্তার, পরিচালক (কৃষি), বাংলাদেশ পাট গবেষণা ইনিস্টিটিউট, ঢাকা।
উক্ত মাঠ দিবসে বিশিষ্ট পাটচাষী আক্কাস আলী খাঁন, মনিরুজ্জামান ও ভক্ত কুমার উক্ত জাতের গুণাগুণ বিস্তারিতভাবে তুলে ধরেন। ৩ জন পাটচাষী বলেন, “বিজেআরআই তোষা পাট-৮ আবাদ করে ভারতীয় জাতের তুলনায় একর প্রতি ৭/৮ মন ফলন বেশি পেয়েছেন।” অন্যান্য চাষীরাও এই জাতটিকে ভারতীয় জাতের তুলনায় ভালো বলে মন্তব্য করেন। এ জাতটি পানিতে ভারতীয় জাতের চেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে। বিশিষ্ট পাটচাষী ইহাও উল্লেখ করেন যে, “রবি-১ জাতটির আঁশের গুণাগুণ ভারতীয় জাতের তুলনায় ভালো এবং দামেও বেশি এবং এ জাতটির পাটকাঠি মসৃণ বিধায় আশঁ ছাড়াতে শ্রমিক কম লাগে এবং পাটকাঠির গায়ে কোন আঁশ লেগে থাকে না বিধায় আঁশের ফলন ও মান ভাল।” তবে এ বছর অনাবৃষ্টির কারণে পাট জাগ দেয়ার পর্যাপ্ত পানি না থাকায় চাষীরা খুব হতাশা ব্যক্ত করেন ও এব্যাপারে সরকারীভাবে খাল খননের উপর জোড় দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বিজেআরআই তোষা পাট-৮ ( রবি-১) এর সম্প্রসারণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে প্রধান অতিথিসহ সকল অতিথি এবং পাট চাষীবৃন্দ রবি- ১ জাতের বীজ উৎপাদন বৃদ্ধিকরণ এবং বাজারজাত করণের উপর জোরালো সুপারিশ করেন।