ফরিদগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিট আগুন লেগে বসতঘরটি পুড়েঁ ছাই, খোলা আকাশের নিচে বসবাস
মোঃ জাকির হোসেন, (ফরিদগঞ্জ) চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের আলাল বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আইয়ুব আলী মোল্লার বসত ঘরর্টি পুড়েঁ ছাই।খোলা আকাশের নিচে বসবাস। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার লক্ষ টাকা। আগুনের সূত্রটি ঘটে আজ মঙ্গলবার ১লা জুলাই সকাল ৯টায়,আইয়ুব আলী মোল্লা বসত ঘরে। তিনি জানান আমি আমার ঘরে হঠাৎ আগুন দেখতে পাই, মুহূর্তের মধ্যেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।আমার ড়াক চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্তনে আনে। কিন্তু আমার ঘেরর মালামাল ও ঘরটি রক্ষা করতে পারি নাই। আমার খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নাই। আমি একজন দিনমজুর, রুজি করে চারজনের ফ্যামিলি চালাই,আমি ধার কার্য করে কিছুদিন আগে এই ঘরটি তৈয়ারী করেছিলাম, স্থানীয় খোকন সরদার বলেন আমি ত্রিফল নাইনে ফোন দিলে ফরিদগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে, আসার পূর্বেই আমরা স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি।ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন ও কামরুল হাসান বলেন আমরা ত্রিফল লাইন এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে আমরা ফায়ার স্টেশনে ফিরে আসি।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা হতে পারে বলে ধারণা। ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত করে এসেছি,তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তা আমরা বলতে পারি না।