বিশিষ্ট আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় আজ সর্বসম্মতিক্রমে সৈয়দ রেজাউর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এডভোকেট ফারহানা রেজা আজ এ কথা জানান।
বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে সংস্থার সভাকক্ষে কাউন্সিলের প্রথম সভা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর ৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সৈয়দ রেজাউর রহমানকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ১১(বি) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলে সারাদেশের আইনজীবীদের ভোটে এ পর্যন্ত মোট ১০ বার নির্বাচিত হয়েছেন। এছাড়া একবার বার কাউন্সিলে এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বার কাউন্সিলের ইতিহাসে আইনজীবীদের নেতৃত্বে দেয়ার ক্ষেত্রে এডভোকেট সৈয়দ রেজাউর রহমানই সর্বাধিক বার নির্বাচিত হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বার এর সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। সৈয়দ রেজাউর রহমান ভয়াবহ ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল। এ প্যানেলের নেতৃত্ব দেন সৈয়দ রেজাউর রহমান।
এরআগে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বাসস