গোপালগঞ্জের কাশিয়ানীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো কয়েকজন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ শেষে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।