বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এছাড়াও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলী খান পান্না, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতিমোল্লা মোঃ আবু কাওছার, কৃষক লীগ সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, প্রয়াত নির্মল গুহ’র বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ, স্বেচ্ছাসবেক লীগ সহ-সভাপতি তানভির সাকিল জয় এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রয়াত নির্মল রঞ্জন গুহ’র সন্তান অনুপম গুহ নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মো. মনিরুজ্জামানের করুণ বাঁশীর সুরের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের বক্তব্যের পূর্বে নির্মল রঞ্জন গুহ’র ওপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শিত হয়। অতিথিদের বক্তব্যের পর রবীন্দ্র সঙ্গীত (কোরাস) আগুনের পরশ মনি, মুক্তির ও মন্দির সোপান তলে বাঁশিও আলোক প্রজ্জ্বলন (দীপশিখা), গীতি নৃত্যালেখ্য “মানবতার ফেরিওয়ালা” (১৫ মিনিট) কোরিওগ্রাফী এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় ও পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণসভা সমাপ্ত হয়।