বেহাল সড়ক, সীমাহীন দুর্ভোগ পঞ্চগড়ের বদেশ্বরী থেকে আউলের ঘাট ১৫ বছর ধরে অবহেলিত
মো গুলজার হোসেন, জেলা প্রতিনিধি।।
পঞ্চগড় জেলার বদেশ্বরী থেকে আউলের ঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও গর্তের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারী হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, বদেশ্বরী বাজার এলাকা পার হওয়ার পর থেকেই সড়কের করুন চিত্র চোখে পড়ে। পিচ উঠে গিয়ে ইটের খোয়া ও মাটির আস্তরণ বেরিয়ে এসেছে বহু জায়গায়। বড় বড় গর্তগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষ প্রতিদিন এই পথে চলাচল করে। কিন্তু রাস্তার এমন জরাজীর্ণ অবস্থার কারণে সময় লাগছে অনেক বেশি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ছোট যানবাহন যেমন অটো-ভ্যান ও মোটরসাইকেল প্রায়শই গর্তে পড়ে উল্টে যায়। এতে আহত হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি ১৫ বছর থেকে সংস্কার হয় না। সড়কটি সংস্কারের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।