কুয়েতের প্রধানমন্ত্রী হলেন দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমেদের ছেলে অবসরপ্রাপ্ত জেনারেল শেখ আহমেদ নাওয়াফ আল জাবের আল-সাবাহ। রোববার তাকে কেয়ারটেকার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের স্থলাভিষিক্ত করা হয়।
গত বছর ক্রাউন প্রিন্স শেখ মেসাল আল আহমাদ আল সাহাব কুয়েতের আমিরের সকল দায়িত্ব গ্রহণ করেন। রোববার এক আদেশে (ডিক্রি) তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ আহমাদ নওয়াফ আল সাবাহর নাম ঘোষণা করেছেন।
শেখ আহমাদ নওয়াফ আল সাবাহ বিদায়ী সরকারের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ৬০ বছরের শেষ দিকে অবস্থান করা শেখ আহমাদ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তার পিতা আমির শেখ নওয়াফ আল আহমাদ ২০২০ সালে কুয়েতের ক্ষমতা গ্রহণের পর তাকে জাতীয় নিরাপত্তা বাহিনীর উপ প্রধান হিসেবে নিয়োগ করা হয়। সূত্র: আল আরাবিয়া নিউজ