নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব ড. মোঃ আবদুল আউয়াল আজ ২৮-০৭-২০২২ইং তারিখ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর ভ্রমণ করেন।
প্রথমেই কেন্দ্রের গবেষণা মাঠ সরেজমিনে পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এরপর ২০২১-২২ অর্থবছরে কেন্দ্র কর্তৃক কৃষকের মাঠে বাস্তবায়নাধীন বিজেআরআই তোষা পাট ৮ (রবি-১) এর প্রদর্শনী প্লট, ব্লক ও ভিলেজ সরেজমিনে পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় শেষে বীজ বিতরণ করেন। এসময় মহাপরিচালক বিটিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার প্রদান করেন। সাক্ষাৎকারকালে মহাপরিচালক মহোদয় বিজেআরআই তোষা পাট ৮ (রবি-১) জাতের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন। যথা-
* বিজেআরআই তোষা পাট ৮ (রবি-১) জাতের বীজ গজানোর হার প্রচলিত ইন্ডিয়ান জাতের চেয়ে বেশি।
* আঁশের ফলন তুলনামূলকভাবে বেশি।
* ইন্ডিয়ান জাতের চেয়ে বেশি দিন পানি সহ্য করতে পারে।
* বিজেআরআই তোষা পাট ৮ জাতের উচ্চতা ১৮-১৯ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে।
এছাড়াও বর্তমানে পানির স্বল্পতা থাকায় রিবন রেটিং এর উপর সাক্ষাৎকারকালে তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন পাট বীজ আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বিজেআরআই ইতোমধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে এবং অচিরেই পাটের সোনালী অতীত ফিরে আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক (কৃষি), পরিচালক (জুট-টেক্সটাইল), পরিচালক (প্রশাসন ও অর্থ), ফরিদপুর কেন্দ্রর ইনচার্জ সহ বিজেআরআই এর অন্যান্য বিজ্ঞানী ও কর্মচারীবৃন্দ।