Friday , 3 May 2024
শিরোনাম

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নিয়োগ অনুমতি পেয়েছে ১০ রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত ১০টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত এ ১০ রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ২৪ জুলাই ৪ টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়া হয়। এজেন্সিগুলো হলো, নিউ এজ ইন্টারন্যাশনাল (আরএল ৭০৩), মেসার্স পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল (আরএল ১২৯৮), গ্রীনল্যান্ড ওভারসীজ ( আরএল ০৪০), মেসার্স আমিয়াল ইন্টারন্যাশনাল ( আরএল ১৩২৬)।

২৫ জুলাই মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনাল (আরএল ৩০১), ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড (আরএল ১২৭৪), মেসার্স সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেডকে (আরএল ৬২২) নিয়োগ অনুমতি দেয়া হয়।

এছাড়া বৃহস্পতিবার (২৮ জুলাই) মেসার্স আহমেদ ইন্টারন্যাশনাল (আরএল ১১৪৬), বিনিময় ইন্টারন্যাশনাল (৩৫১), আকাশ ভ্রমণ (৩৮৪) মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার সই করা চিঠিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির মহাপরিচালকে নিয়োগ অনুমতির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x