শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় মা মাছ ও দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল, রিং জাল, মশারী জাল আটক করে আগুনে পুড়ে জব্দ করা হয়।
সোমবার (১ আগস্ট) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের তত্ত্বাবধানে, নবীনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইনের পরিচালনায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম সহ নবীনগর থানা পুলিশের একদল আইনশৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ইউএনও একরামুল ছিদ্দিক জানান, অবৈধভাবে নদীর স্বাভাবিক গতিপথে বাঁশের বেড়া, খেও তৈরির বিরুদ্ধে মোবাইল কোর্টে এইগুলো অপসারণ এবং জরিমানা আদায় করা হল। নদী দখল, অবৈধ কারেন্ট জাল, রিং জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
একই অভিযানে তিতাস ও বুড়ি নদীতে নৌকায় করে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে অল্প বয়সী ছেলেদের অসংলগ্ন আচরণের কারণে সাউন্ড বক্সগুলোকে জব্দ করা হয়। এছাড়াও স্কুল ফাঁকি দিয়ে বুড়ি নদীর অপরপারে আহমেদ হাসপাতাল সংলগ্ন এলাকায় ও পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও কফি শপ গুলোতে অল্প বয়সী ছেলেমেয়েদের অসামাজিক ও অসংলগ্ন কার্যকলাপের জন্য তাদেরকে আটক করে শিক্ষক ও অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
ছেলেমেয়েরা যেন অসামজিক কার্যকলাপে জড়িয়ে না পড়ে, তাদের সুন্দর ভবিষ্যৎ রক্ষায়, সচেতন হতে ও তাদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ইউএনও একরামুল ছিদ্দিক।