Saturday , 11 May 2024
শিরোনাম

ইবি ছাত্রলীগের নতুন কান্ডারি যারা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আইন বিভাগের ফয়সাল সিদ্দীকী আরাফাতকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার রাত ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র।

২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান।

যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ ও হামিদুর রহমান।

এদিকে, ইবি শাখার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা গত ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে এসে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে। তবে জীবন বৃত্তান্ত না জমা দিয়েও কমিটিতে কয়েকজন স্থান পাওয়া নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মোঃ স্বাধীন জানান, আমরা অত্যন্ত সুনিপুণ ভাবে আমাদের ওপর অর্পিত দায়িত্ব গুলো সম্পন্ন করেছি। তবে কয়েকজন জীবন বৃত্তান্ত ছাড়াও কমিটিতে স্থান পেয়েছে। এটি বিতর্কের জন্ম দিতে পারে। আমরা এ বিষয়ে কেন্দ্রীয় দপ্তর সেল কে জানিয়েছি।-

Check Also

ঈদুল আজহায় ছুটি মিলবে যে কয়দিন

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে ১৭ জুন (সোমবার)। সরকারি ছুটির তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x