তিতাসে মাদক নির্মূলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন
হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের গাজীপুরে ভূইয়াপাড়া ফুটবল একাদশ বনাম উত্তরপাড়া ফুটবল একাদশ দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শুক্রবার বাদ আসর গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল খেলা গোলশুন্য সমাপনী শেষে পুরস্কার বিতরণ করেন গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আহসান উল্ল্যাহ্ খান এবং জাবালে নূর মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম খান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক মোঃ শেখ ফরিদ।
আজকের খেলায় সার্বিক সহযোগিতা ও
স্পন্সর করেন ক্রীড়াপ্রেমী মানুষ
এ কে আজাদ। খেলার ধারা বিবরণীতে ছিলেন মোঃ রুবেল।
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শূন্য ড্র হলেও দর্শকদের মধ্যে ছিলো চরম উত্তেজনা। তারা হার জিতকে উপেক্ষা করে খেলাটি উপভোগ করেছেন।
এসময় মাঠের খেলোয়াড় ও অতিথিবৃন্দ বলেন, জয় পরাজয় যাই হোক, খেলা তো খেলাই। আনন্দ উপভোগ করাই খেলার একমাত্র উদ্দেশ্য। তবে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই প্রতি মাসে একটি করে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে যাব। বিগত বছরগুলোর মতোই সব সময় এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও করা হবে। যুব সমাজ যত বেশি খেলাধুলায় লিপ্ত থাকবে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে। মাদকের মরণ নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মনে করি একমাত্র খেলাধুলাই পারে তাদেরকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে। প্রতিটি পাড়া মহল্লায় এমন খেলাধূলার আয়োজন খুব বেশি প্রয়োজন বলে তারা মনে করেন।
খেলার আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন তারা হলেন, গাজীপুর বাজার কমিটির সভাপতি সরকার মোঃ আতাউর রহমান আপেল, আনোয়ার হোসেন আনু, শাহাবুদ্দিন খান,সুমন মাষ্টার, মিঠু, শিরু ডাক্তার, আব্দুল আজিজ মোল্লা, এ কে আজাদ, লিটন খান ও আলী আজম খান সুমন প্রমূখ।