মেহেপুর প্রতিনিধি ঃ গতকাল মেহেরপুর জেলা স্টেডিয়ামের অদুরে উদবোধনি শেষে ঐ দিনেই বিনামুল্যে চক্ষু অপারেশ জন্য ১ থেকে ৫০ জনকে নির্ধারিত করে, দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘন্টা অপেক্ষা করার পর ঘোষনা দেয়া ১ থেকে ৩০ পর্যন্ত রোগীর আজ অপারেশন করা হবে,৩১ সিরিয়াল থেকে বাকি রোগীর অপারেশন আগামিকাল সকাল ৮টায় করা হবে,কিন্তু উল্লেখ্য সময়ে এসে দেখা যায় নিজের ইচ্ছামত রোগী অপারেশনের জন্য বাচাই করা হয়, এ নিয়ে রোগীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে,কর্তৃপক্ষের সাথে মাঝে মধ্যে বাক বিতন্ডের মত ঘটনা ঘটেছে, ভুক্তভোগী একজন রোগী বলেন এটা একটি হয়রানী ছাড়া কিছুই না,ফ্রি চিকিৎসার নামে অহেতুক হয়রানীর মুলক কাজ বন্ধ করে নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।