১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘঠিয়েছে বঙ্গবন্ধু সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোশতাক, তাই এ ধরণের বন্ধুদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সেদিন হত্যাকাণ্ডে সবার আগে হত্যা করা হয়েছিল ক্যাপ্টেন শেখ কামালকে। তিনি ছিলেন তারুণ্যের অহংকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব মন্তব্য করেন।
দুবাই কনস্যুলেটে আয়োজিত এ আলোচনা সভার পুর্বে কনস্যুলেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার এর হল রুমে ফুল দিয়ে ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সম্মান জানান কনস্যুলেট কর্মকর্তা এবং উপস্হিত কমিউনিটি নের্তৃবৃন্দগণ।
হেড অফ চ্যান্সারি মোজাফ্ফর হোসাইন এর পরিচালনায় সিরাজ মোস্তফার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় উপস্হিত ছিলেন কমার্সিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, প্রথম সচিব ফকির মনোয়ার।