মুহাম্মদ আলী:
বান্দরবান কারাগারে দিলদার আলী প্রামানিক (৪৮) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মৃত দিলদার আলী নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুঝিড়ি এলাকার মৃত নাছেরের ছেলে।
বুধবার (৯ মার্চ) বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানিয়েছেন, মাদক মামলার আসামি বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পথে তার মৃত্যু হয়। বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগার কর্তৃপক্ষ জানায়, তিনি দীর্ঘদিন থেকে এ্যাজমা রোগে ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।