বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভূক্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ হতে ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এ কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ২৮৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৬.০৪ শতাংশ। ইউনিট সমন্বয়ক প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছে।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র ক্যাম্পাসে হেল্প ডেস্ক, অভিভাবক কর্ণার, সুপেয় পানি, ইবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস কঠোর নিরাপত্তা সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।