Sunday , 19 May 2024
শিরোনাম

চুয়েটের ইউআরপি বিভাগের ‘১৬ ব্যাচের ফেয়ারওয়েল সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ‘১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৪ই আগস্ট (রবিবার) ২০২২ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় ইউআরপি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক জনাব এটিএম শাহজাহানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘১৬ ব্যাচের কোর্স কোর্ডিনেটর ও সহকারী অধ্যাপক জনাব সৌরভ দাশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন তানভীর মাহমুদ ও স¤্রাট চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় সম্মানা স্মারক তুলে দেন। এছাড়াও বিভাগের বিদেশে উচ্চশিক্ষার্থে গমনকারী ৪জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

Check Also

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x