Sunday , 5 May 2024
শিরোনাম

তাজমহলে একদিনে রেকর্ড ৮০ হাজার দর্শনার্থী!

তাজমহলে দর্শনার্থীদের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত শনিবার। এদিন এখানে রেকর্ড ৮০ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে।

 ভারতের পুরাতত্ত্ব বিভাগ (এএসআই) জানায়, শনিবার থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে তাজমহল দেখার সুযোগ দিয়েছে প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকার।

আর সেই সুযোগকে হাতছাড়া করতে চাননি পর্যটকরা। এমনিতে গড়ে প্রতিদিন ২৫ হাজারেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন দেশের এই ঐতিহ্যবাহী স্মৃতিসৌধকে দেখার জন্য।

কিন্তু শনিবার সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বলে জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ। এদিন তাজমহল দেখার জন্য এক কিলোমিটারের বেশি লাইন ছিল পর্যটকদের।
ভিড় এতটাই বেশি ছিল যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন।

পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি হাতে নামতে হয়। গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি শামসউদ্দিন এ পরিস্থিতির জন্য এএসআইয়ের ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

তিনি বলেন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছে এএসআই। তাদের জানা উচিত ছিল, টিকিট ছাড়া তাজমহল দেখার সুযোগ পেলে স্বাভাবিকের তুলনায় ভিড় অনেকটাই বেশি হবে। ফলে আগভাগে ঠিকমতো নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন ছিল।

কিন্তু সেটি তারা করেনি। ফলে পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠির ঘায়ে অনেক পর্যটক আহত হয়েছেন।

আগ্রার পুলিশ সুপার বিকাশ কুমারের দাবি, ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল তাজমহলের প্রবেশপথে। তবে পর্যটকদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি।

আগ্রার প্রশাসন জানিয়েছে, আগামী বছর থেকে যদি ১৫ আগস্ট পর্যন্ত তাজমহল বিনামূল্যে দর্শনের কথা ঘোষণা করা হয়, তা হলে সব রকম প্রস্তুতি নিয়েই নামা হবে।

Check Also

চট্রগ্রামে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন নির্মান কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  স্টাফ রিপোর্টার: আজ ০৫ মে রবিবার দুপুরে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x