মাসুদ রানা চাঁদপুরঃ- ২০ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং মৈশাইদ এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার এবং ১ জন আটক করেন।
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র) শামীমা আক্তার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
হাজীগঞ্জ থানাধীন ৫নং সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মৈসাইদ সাকিনের মৃত জামাল হাজী বাড়ীর সামনে হাজীগঞ্জ টু রামপুরগামী রাস্তার উপর থেকে আসামী সেলিনা আক্তার (২৫) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
জানা যায় আসামির স্বামী আঃ আজিজ, মকিমাবাদ (দরগাহ বাড়ী), হাজীগঞ্জ, চাঁদপুর।
আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।