কুতুবুল আকতাব, গরিবে নেওয়াজ, শাহান শাহে আদালত, হজরত শাহ সুফি আমানত খান (রহ:) শাহাদাতে কারবালা মাহাফিল
খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১০দিনব্যাপী আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ দিনে খাজা বাংলা হজরত শাহ সুফি আমানত খান (রহ) জামে মসজিদে আওলাদে বাবাজান কেবলা ও শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদেপাক মোতোয়ালী আলহাজ্ব শাহজাদা ফরিদ উদ্দিন আলী খান। আলোচনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মৌলানা মোঃ ওমর ফারুক আল কাদেরী, মৌলানা মোঃ আব্দুল মান্নান আশরাফী, মৌলানা মোঃ তবারক। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন শায়ের মৌলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী। অন্যান্যদের মধ্যে শাহজাদা আহসান উল্লাহ খান, শাহজাদা ফরহাদ খান, শাহজাদা পায়েস খান, শাহজাদা সামির খান, শাহজাদা মাহির খান, শাহজাদা রুম্মান খান, প্রফেসর মোঃ আবুল কালাম খান, সমাজসেবক মোঃ মুনিরুল ইসলাম অপু,সহিদজামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ,ওলামা মাশায়েখ, আশেক ভক্তগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,, হজরত ইমাম হোসাইন (রাদিআল্লাহু আনহু) ইসলামের শত্রুদের বিরুদ্ধে মাথা নত না করে নিজের জীবন কে শহিদ করে গেছেন,কারবালার শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমসহ দেশ-জাতির উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আওলাদেপাক মোতোয়ালী আলহাজ্ব
শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান, শেষে আগত মুসল্লিদের মাঝে মিষ্টি ও তবারক বিতরণ করা হয়।