মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
অস্বাভাবিক ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যূতের ভয়াবহ লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২২ আগষ্ট থেকে কেন্দ্রীয় কর্মসূচীর বান্দরবান জেলার সদর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ই আগস্ট বিকেলে ৩নং বান্দরবান সদর উপজেলা রেইচা বাজার এলাকায় প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মিসেস মাম্যা চিং। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা বাবু লুসাই মং, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার।
বান্দরবান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জামাল এর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক চনুমং মারমা এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কাজী নিলুতাজ বেগম, সাধারণ সম্পাদক উমেচিং মারমা, উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা বেগম, মহিলা নেত্রী আনোয়ার বেগম বানু, আসমা বেগম,বান্দরবান পৌর বিএনপির নেতা মোঃ শফি, আরিফ চৌধুরী, মো: ফরিদ,জেলা কৃষক দলের সভাপতি মং থোয়াইচিং মারমা(অঞ্জ), সেক্রেটারি মো: নুরুল কবির মেম্বার,সাংগঠনিক সম্পাদক মং বা থোয়াই মারমা,বান্দরবান সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউনুসুল ইসলাম টিটু, ফোরকান,সিরাজ কামাল,জয়নাল সহ অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে অস্বাভাবিক ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারনে সরকারের সমালোচনা করা হয়। এছাড়া ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম,আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদ জানানো হয়,আগামীতে আরো কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেয় বক্তারা।